প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের সংসদে ভোট আজ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়।
এর আগে, বুধবার স্পিকার পদে আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার পদে কাসিম সুরি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরই নতুন স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন।
ডনের খবরে বলা হয়েছে, বুধবার ইমরান খানের মনোনয়নপত্র জমা দেয়া হয়। পিটিআই’র শরিক আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ সংসদে স্পিকারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। গত ৬ আগস্ট পিটিআই’র সংসদীয় কমিটি ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে।
এদিকে, পিটিআইবিরোধী জোট গড়লেও শেষ পর্যন্ত শাহবাজকে সমর্থন দিচ্ছে না বেনজির ভুট্টোর দল পিপিপি।
তাই পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানই নিশ্চিত।
জয়নিউজ/আরসি