পরিবার হলো শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। এরপর প্রতিবেশী-স্কুল প্রভৃতির মাধ্যমে সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়। এই পর্যায় থেকেই শিশুকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হবে। শিশুর মানসিক বিকাশে আগ্রাসী মনোভাব পরিহার করতে হবে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) জুরাছড়ি বনযোগীছড়ায় বালিশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণকালে প্রধান অতিথি বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা, লক্ষ্মী কুমার চাকমা। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। এই সরকার সব প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মাণের পাশাপাশি নিরাপদ পানীয়জল নিশ্চিত করে যাচ্ছে।