পলাশের মরদেহ নিতে আসেনি স্বজনরা

সেনা অভিযানে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের মরদেহ নিতে এখনো আসেনি তার স্বজনরা।

- Advertisement -

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ময়নাতদন্ত শেষে নিহত পলাশের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।
এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, ময়নাতদন্ত শেষে নিহত পলাশের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। মরদেহ নিতে এখনো কেউ আসেনি।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা অভিযানে নিহত হন পলাশ আহমেদ। নিহত পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দুধঘাটা গ্রামে। বিমানের ১৭/এ নং আসনের যাত্রী ছিলেন তিনি। টিকিটে তার নাম ছিল মো. মাজিদুল হক।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM