৬ মাসের মধ্যে সব ফৌজদারি মামলা নিষ্পত্তির নির্দেশ

আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতে গত ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন সব ফৌজদারি মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দেশের দায়রা জজ আদালতগুলোতে বিচারাধীন এসব মামলার তালিকা আগামী ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ফৌজদারি মামলার এক আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

- Advertisement -google news follower

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে নরসিংদী জেলায় একটি ডাকাতি হয়। ওই ডাকাতি মামলায় এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার ওই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।

শুনানিকালে আদালতের মনে হয় যে, ওই ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘদিনেও সাক্ষ্য দেয়নি। এ কারণে মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। বিচারিক আদালতে দীর্ঘদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

- Advertisement -islamibank

এর পর অপর এক আদেশে সব দায়রা জজ আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল এবং এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারক।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM