পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ৬৫ বছর বয়সি ইমরান খান শনিবার (১৮ আগস্ট) শপথ নেবেন।
শুক্রবার (১৭ আগস্ট) পাক সংসদের বিশেষ অধিবেশনে অধিকাংশ সদস্য পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধানের পক্ষে ভোট দেন।
ইমরান খান ১৭৬ ভোট পেয়েছেন বলে ঘোষণা করেন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটদানে বিরত ছিল।
গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করে পিটিআই। নির্বাচনে পিটিআই লাভ করে ১১৬টি আসন। মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি এবং পিপিপি ৪৩টি আসন লাভ করে।
সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি পিটিআই। তবে পার্লামেন্টে ছোট দলগুলোর সমর্থন পেয়েছেন ইমরান।
জয়নিউজ/আরসি