পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনায় যে মামলা হয়েছে সেটি পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট তদন্ত করছে। শিগগির এ মামলার রহস্য উদঘাটন হবে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। দেশব্যাপী পুলিশ সেবা সপ্তাহ পালনের মধ্য দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ ফোর্স সবসময় তৎপর।
বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে সিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক। সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে ছিল উপ-পরিদর্শকদের (এসআই) ১০০ মিটার দৌঁড়, পুরুষ কনস্টেবলদের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌঁড়, নারী কনস্টেবলদের ১০০ মিটার দৌঁড়, সহকারী পু্লিশ কমিশনারদের ৮০ মিটার দৌঁড়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ৮০ মিটার হাঁটা, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, অ্যালার্ম প্যারেড, সুরের তালে বালিশ বদল, বালিশ যুদ্ধ, বেলুন ফোটানো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
খেলার শুরুতে মশাল প্রজ্জ্বলন শেষে চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে কুচকাওয়াজ প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।