বাংলাদেশ-ভারত যৌথ সেনা অনুশীলন শনিবার শুরু

বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ অনুশীলন শনিবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রীতি-৮ নামে এ অনুশীলন চলবে ১৫ মার্চ পর্যন্ত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলন অনুষ্ঠিত হবে। এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি’।

- Advertisement -

এ অনুশীলনে ভারত ও বাংলাদেশের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে।

- Advertisement -google news follower

২০১০ সাল থেকে এক বছর পর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে এ অনুশীলন। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM