খাগড়াছড়ি শহরে দুইপক্ষের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, শহরের স্বনির্ভর বাজার এলাকায় শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোলাগুলি শুরু হয়।
কারা এই গোলাগুলিতে জড়িয়েছে সে সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ইউপিডিএফের প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুইপক্ষ গোলাগুলিতে জড়িত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাসদস্যরা। তবে থেকে থেকে গোলাগুলি হচ্ছে।
জয়নিউজ/আরসি