সবুজ ঢাকা গড়ার ঘোষণা মেয়র আতিকুলের

এক বছরের মধ্যে ঢাকা শহরকে সবুজ ঢাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

- Advertisement -

সব দলের সহযোগিতায় তিন পর্যায়ে ঢাকার উন্নয়নে কাজ সম্পন্নে রাজনৈতিক প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন তিনি।

- Advertisement -google news follower

শনিবার (২ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সড়কে নিরাপত্তা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তিনটি পর্যায়ে ঢাকা উত্তর সিটির কাজ ভাগ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসি আগামী একবছর সময় নিয়েছে স্বল্পমেয়াদি কাজগুলো শেষ করার জন্য। এরমধ্যে রয়েছে, সব ধরনের কর ও লেনদেন ডিজিটাইজ করা এবং অটোমেশনের আওতায় আনা। ফুটপাতগুলোকে নগরবান্ধব করাও এই স্বল্পমেয়াদি কাজের আওতায় থাকছে।

- Advertisement -islamibank

এ সময় প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পন্ন কাজ শেষ করার কথাও জানান নবনির্বাচিত মেয়র।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM