প্লাস্টিক দানা ব্যবসায়ীদের বাধার মুখে কেমিক্যাল গোডাউন উচ্ছেদের অভিযান বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল দশটায় টাস্কফোর্সের প্রথম টিম জয়নাগ এলাকার বেশ কিছু প্লাটিক গুদামে অভিযান চালায়। বেলা সাড়ে এগারটার দিকে টাস্কফোর্সের দ্বিতীয় টিম জয়নাগ রোড এলাকার কয়েকটি গুদামের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় ব্যবসায়ীরা জোট বেধে ক্ষোভপ্রকাশ করে এবং তাদের বাধার মুখে অভিযান স্থগিত করে ফিরে যায় টাস্কফোর্স।
ব্যবসায়ীরা জানান, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। ব্যবসায়ীরা রাসায়নিক কারখানা সরানোর ব্যাপারে সম্মত হলেও প্লাস্টিক দানার ব্যবসা সরাতে রাজি নন। প্লাস্টিক দানার গুদাম স্থানান্তরের জন্য পর্যাপ্ত সময়ের দাবি জানান ব্যবসায়ীরা।