এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুরান ঢাকার চকবাজারের রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদামে উচ্ছেদ অভিযান শুরু করে।
এর আগে রাজধানীর বকশি বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের বাধার মুখে অভিযান স্থগিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টাস্কফোর্স। পরে অভিযান স্থগিতের সংবাদ শুনে সেখানে হাজির হন মেয়র।
এ বিষয়ে চকবাজার থানা পুলিশ জয়নিউজকে বলেন, শনিবার জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায় সিটি করপোরেশনের একটি দল। পরে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় গুদাম মালিক ও বাড়ির মালিকরা বাধা দিলে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।
এদিকে অভিযান স্থগিতের সংবাদ শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২টায় ঘটনাস্থলে যাব। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।