বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩২

বাঁশখালীর বৈলগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস  (চট্টমেট্রো জ  ১১-০৫৩৯) ডোবায় পড়ে কমপক্ষে ৩২ যাত্রী আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে মো. নাসির (৪০), মো. আনসার (৪৫), সোলেমান (৪২), পপি আক্তার (১৪), কামরুন নাহার (৪৫), সাথী আক্তার (১৬), কামরুল (২৪),  মো. আলমগীর (৩০), মো. জহির (৬০), আক্তার হোসেন (৪০) ও মো. আবুল হোসেনের (৩৫) নাম জানা গেছে।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে বাঁশখালী ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুনাগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশখালী রামদাস মুন্সির হাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন হাছান জয়নিউজকে বলেন, গাড়িটি খাদে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেছে। গাড়িটি পুলিশের হেফাজতে আছে।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM