ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে দেশে ফেরত পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যে ফের উত্তাপ ছড়িয়ে পড়েছে কাশ্মীর সীমান্তে।
শুক্রবার (১ মার্চ) রাতে ভারত-পাকিস্তানের সীমান্ত রক্ষীদের মধ্যে শুরু হওয়া গুলি বিনিময় থেমে থেমে চলে শনিবার গভীর রাত পর্যন্ত।
আনন্দবাজারের খবরে বলা হয়, শুক্রবার রাতে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত পুঞ্চের ঝুলা এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হন এক মহিলা এবং তাঁর ন’বছর ও পাঁচ বছরের দুই সন্তান। পাকিস্তানের পাল্টা দাবি, ভারতীয় গোলাবর্ষণে নিহত হয়েছেন দুই পাক সেনা ও দুই পাক নাগরিক।
খবরে বলা হয়, ওই রাতে পুঞ্চের সালোত্রী, মাদিয়া, কুন্ডি বারজালা ও দুলাঞ্জা গ্রামে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। তখন ১০৫ মিলিমিটার হাউইৎজারের মতো ভারি কামান ব্যবহার করা হয়। জবাব দেয় ভারতীয় সেনাও। একটি গোলা এসে পড়ে মুহাম্মদ ইউনুস ও রুবিনা কৌসরের বাড়িতে। নিহত হন বছর চব্বিশের রুবিনা, ন’বছরের শবনম ও পাঁচ বছরের ফয়জান। আহত হন ইউনুস। অন্যদিকে বারামুলার উরিতেও পাক গোলাবর্ষণে আহত হয়েছেন রিয়াজ় আহমেদ।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, শনিবার নকিয়াল সেক্টরে ভারতীয় গোলাবর্ষণে দুই পাক সেনা ও দুই পাক নাগরিক নিহত হয়েছেন।