১০০ সোনার বারসহ আটক ২

নগরের সিআরবি এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১০০ সোনার বারসহ দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। তারা সোনার বারগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল।

- Advertisement -google news follower

১০০ সোনার বারসহ আটক ২

আটককৃতরা হলেন নারায়নগঞ্জের নিতাইগঞ্জ গ্রামের মৃত পরেশ সাহার ছেলে লাবু সাহা (৫৯) ও শরীয়তপুরের ছোট শিদলপুরা গ্রামের হাশেম সওদাগরের ছেলে মো. বিলাল হোসেন (৩০)।

- Advertisement -islamibank

এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রোববার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিআরবি এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সোনার বারগুলো নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। কৌশলে শরীরের সঙ্গে একটি বিশেষ বেল্টে সোনার বারগুলো লাগানো ছিল।

জব্দ সোনার বারের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। যার বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা বলেও জানান তিনি।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM