ভারতকে দেওয়া বাণিজ্য সুবিধা বাদ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রিফারেনশিয়াল ট্রেড স্ট্যাটাসের (পিটিএস) আওতায় বেশ কিছু ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেত। সেটি বাতিল হয়ে গেলে সেসব পণ্যে শুল্কারোপ হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রকে আশস্ত করতে ব্যর্থ হয়েছে যে, তারা তাদের বাজারে যুক্তরাষ্ট্রের যৌক্তিক প্রবেশের পথ সুগম করবে।
যুক্তরাষ্ট্র তুরস্কের জন্যও পিটিএস বাতিল করেছে। কারণ হিসেবে বলেছে, তুরস্কের আর প্রাধিকারমূলক বাণিজ্য মর্যাদার প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদ কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেনি যে, তারা ভারতীয় বাজারে মার্কিন পণ্যের সামঞ্জস্যপূর্ণ ও যৌক্তিক প্রবেশের পথ সুগম করবে।’
এর ফলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়কে ভারতের প্রাধিকারমূলক বাণিজ্য মর্যাদা বাতিলের নির্দেশ দিয়েছেন।
তথ্য: বিবিসি