দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন তার অনুরোধ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে এ চিঠি দেন সিইসি।
উপজেলা পরিষদ (আচরণবিধি) আইন, ২০১৬ অনুযায়ী- ‘খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছেন অর্থাৎ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী, হুইপ অথবা সমমানের ব্যক্তি, এমপি এবং সিটি
মেয়ররা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’
স্পিকার জানিয়েছেন, সিইসির পাঠানো চিঠি তিনি পেয়েছেন।
ড. শিরীন বলেন, চিঠিতে সিইসি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মেনে চলা সংক্রান্ত অংশ উল্লেখ করেছেন এবং এমপিরা যাতে তা মেনে চলেন তার অনুরোধ করেছেন।
দেশব্যাপী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় তিনজন সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন এবং তাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
জয়নিউজ/অভিজিত/বিশু