বান্দরবানের আলীকদমে পপি ক্ষেতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। উপজেলার আলীকদম-থানচি সড়কের ১৩ কিলো এলাকার দুর্গম জঙ্গলে এসব পপির চাষ হচ্ছিল।
বুধবার (৬ মার্চ) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এই পপি ক্ষেতের সন্ধান পায়।
এসময় আনুমানিক ৩৫ শতাংশ জমিতে চাষকৃত পপির আগুনে পুড়িয়ে এসব ধ্বংস করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে পপি চাষি সিয়াদু ম্রো পালিয়ে যান।