মেধাবী জাতি গড়তে শিক্ষার্থীদের মনের বিকাশ চাই: মেয়র

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেহ-মনের পূর্ণ বিকাশের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। শিক্ষার্থীদের মনের বিকাশ করা গেলেই সুস্থ, সবল, মেধাবী জাতি গঠন সম্ভব।

- Advertisement -

বুধবার (৬ মার্চ) সিটি করপোরেশন পরিচালিত নগরের কায়সার-নিলুফার কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য পেয়ার মোহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কায়সার-নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক।

- Advertisement -islamibank

পরে মেয়র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ