আমাদের দেশের নারীরা এখন এগিয়ে যাচ্ছে। জাতীয় অগ্রগতি ত্বরান্বিত করতে সমতার ভিত্তিতে সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মেলনকক্ষে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুয়িলিটি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সঞ্চালক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম সাবিহা মুসা। তিনি বলেন, জেন্ডার সমতা জিডিপিতে ভূমিকা রাখে। ব্যবসার যে অগ্রগতি ও প্রতিযোগিতা তাতে ইনোভেশনের বিকল্প নেই। তাই ব্যবসায় টিকে থাকা ও সার্ভিস প্রোভাইডের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, আমাদের মনোজগত ও বোধের জায়গা উন্নত করতে হবে। নারীও মানুষ- এই সচেতনতা আনতে হবে আমাদের মধ্যে।
গোলটেবিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নাজনিন কাউসার চৌধুরী, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, আবিদা সুলতানা, রোকসানা আকতার চৌধুরী, মুনাল মাহবুব, আইভি হাসান, রেখা আলম ও মুনিজা বাশির।