উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে চবি শাটল ট্রেনে পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী রবিউল আলমকে। রোববার (১৯ আগস্ট) দুপুরে রবিউলকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় তার পরিবার।
রোববার সকালে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রক্টর আলী আজগর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং রবিউলের পরিবারের উপস্থিতিতে চিকিৎসার জন্য রবিউলকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
রবিউলের চিকিৎসক অর্থোপেডিক সার্জন মিজানুর রহমান চৌধুরী জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রবিউল গত ৮ আগস্ট নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে চবি শাটল ট্রেনে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়নিউজ/আরসি