প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের গৃহকর দিয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে মেয়র কার্যালয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে ১২ লাখ ৪৫ হাজার ৪০০ টাকার চেক হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কর্মকর্তারা।
চেক গ্রহণকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গৃহকরই চসিকের আয়ের প্রধান উৎস। এই আয় দিয়ে চসিক পরিচালিত সব সেবা পরিচালিত হয়ে আসছে। কর আদায় ছাড়া চসিকের অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও আলোকায়নসহ পরিপূর্ণ সেবা দেওয়া দুষ্কর। তাই চসিকের সেবাগুলো অব্যাহত রাখতে নগরবাসীকে গৃহকর প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান মেয়র।
এসময় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, উপকর কর্মকর্তা মহিউদ্দীন সরোয়ার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিনসহ চসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি হোল্ডিং ট্যাক্স বা পৌর কর বাবদ কোনো করই দেয়নি। অনেক চিঠি চালাচালির পর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চসিকের গৃহকর পরিশোধের সিদ্ধান্ত হয়। পরে শিল্পকলা একাডেমির কর্মকর্তারা গৃহকর পুনঃনির্ধারণের জন্য চসিক আপিল বোর্ডের কাছে আপিল করেন। আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পকলা একাডেমিকে এ গৃহকর নির্ধারণ করা হয়।