অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুর যেহেতু দল থেকে পদত্যাগ করেননি তাই তার সংসদ সদস্যপদ বৈধ।
দল থেকে বহিষ্কার হওয়ায় এই অনুচ্ছেদের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না জানতে চাইলে শুক্রবার (৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, এ নিয়ে বিতর্ক করার কিছু নেই। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি- (ক) ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তবে তার আসন শূন্য হবে। তবে এক্ষেত্রে পরবর্তী কোনো নির্বাচনের জন্য তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন না।
তিনি আরো বলেন, এ দুটি কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন সুলতান মনসুর। এর কয়েক ঘণ্টার মধ্যেই দল থেকে তাকে বহিষ্কার করার কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু।