পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৯ মার্চ) স্থানীয় সময় সকালে তাঁর শ্বাসনালীর নল খোলা হয়।
দু’একদিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। চিকিৎসকরা তাঁর শরীরের দুর্বলতা কেটে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোন সমস্যাও নেই।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানান।