বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলাও

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও ভেসে গেছে বৃষ্টিতে।

- Advertisement -

বল মাঠে গড়ানো তো দূরের কথা টস করতেও নামতে পারেনি দুই দল।

- Advertisement -google news follower

নিউজিল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় শেষবারের মতো বেসিন রিজার্ভের মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। আকাশে তখনো মেঘের ঘনঘটা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

মাঠের বেশ কিছু স্থানে পানি জমে যায়। এছাড়া আউটফিল্ড ভেজা ও খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল।

- Advertisement -islamibank

বাংলাদেশ দলের খেলোয়াড়েরা একবার মাঠে নেমে গা গরমও শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি।

আবহাওয়া ঠিক থাকলে তৃতীয় দিনে হয়তো টস করার সুযোগ পাবেন দুই দলের অধিনায়ক। রোববার নির্ধারিত সময় থেকে আধঘণ্টা আগে খেলা শুরু হবে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM