চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যৌতুক ও মাদক আজ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে হলে জাতীয় জাগরণ ও সম্মিলিত সচেতনতা জরুরি।
শনিবার (৯ মার্চ) বিকাল ৫টায় লালদিঘী মাঠে আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর আয়োজনে এবং আল্লামা আবুল কাশেম নূরীর আহ্বানে যৌতুক ও মাদকবিরোধী দশম মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিষ্কৃতি মিলবে।
মহাসমাবেশের উদ্বোধক ছিলেন সীতাকু- আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম। মুখ্য আলোচক ছিলেন ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন।
প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাস্টার মু. আবুল হোসাইন এবং শায়ের মু. মাছুমুর রশিদ কাদেরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মু. নুরুল হক। বিশেষ অতিথি ছিলে গোলামুর রহমান আশরফ, আনজুমান ট্রাস্টের সেক্রেটারি আব্দুর রশিদ দৌলতী, সৈয়দ মু. সেলিম, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, আল্লামা ইউনুচ রজভী, মাওলানা যুন নুরাইন, মু. এনামুল হক ছিদ্দিকী, আল্লামা আবুল হাসান ওমাইর রজভী, আবু ছালেহ আঙ্গুর, মু. মিয়া জুনায়েদ, মাওলানা জাহাঙ্গীর রজভী, মাওলানা আব্দুল কাদের রজভী, মাওলানা এনাম রেযা, মাওলানা দেলওয়ার হোসেন জালালী, পীরজাদা সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী, মাওলানা আবু বকর আনসারী, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা ইয়াছিন হায়দারী, ছাত্রনেতা নিজামুল করিম সুজন, ছাত্রনেতা ফরিদুল ইসলাম, জহির সওদাগর, মু. হাসান, মু. তারেক আজিজ, মু. জাহিদুল হাসান রুবায়েত, মাওলানা সিরাজুল মোস্তাফা, মু. জাকারিয়া, মু. শফি, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মু. আব্দুল করিম সেলিম, মু. ফরিদুল আলম, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, মুহিব্বুল্লাহ সিদ্দিকী, মাওলানা নেয়ামত উল্লাহ, মু. ইদ্রিচ, শায়ের এনামুল হক, মু. ওমর ফারুক, মু. খোরশেদ, মু. ওসমান, শায়ের মু. নাজিম উদ্দিন, শায়ের ছালামত রেযা, মু. মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মু. মাহফুজ, মু. আরাফাত।
জয়নিউজ/কাউছার/আরসি