নিউইয়র্কে শেখ হাসিনার সংবর্ধনা ২৩ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে ২৩ সেপ্টেম্বর।

- Advertisement -

নিউইয়র্ক সিটির ম্যানহাটানে হিল্টন হোটেলের বলরুমে ওইদিন বিকাল ৫টায় আয়োজিত এ সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

- Advertisement -google news follower

প্রতিবারই তাকে নিউইয়র্কে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হলেও এবার প্রস্তুতি চলছে ভিন্ন আমেজে। কারণ, নিউইয়র্ক থেকে দেশে ফিরেই জাতীয় নির্বাচনের মাঠে নামবেন শেখ হাসিনা।

আগামী ২৩ সেপ্টেম্বর সকালেই জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -islamibank

জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি। জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তিনি অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। প্রতিটি বৈঠকেই রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।

জানা গেছে, বরাবরের মত এবারও নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মিলিত হবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারও দেবেন তিনি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM