কুকুর স্যামিকে হারিয়ে মেয়র নির্বাচিত ছাগল লিঙ্কন!

উত্তর আমেরিকার ফেয়ার হেভেনের নাগরিকদের ভালোমন্দ দেখাশুনার কাজ করছে লিঙ্কন নামে এক ছাগল। ছাগল বললে অবশ্য তাকে অপমানই করা হয়। কারণ যে সে ছাগল নয়, ভারমন্টের ফেয়ার হেভেন শহরের গণভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া মেয়র। সম্প্রতি ফেয়ার হেভেনে এ মেয়র নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়।

- Advertisement -

মেয়র পদের জন্য প্রার্থী ছিল মোট ১৬। তারা অবশ্য কেউই মানুষ নন। ছাগল, কুকুর, বিড়ালের মতো পোষা প্রাণীদের মধ্যেই এই নির্বাচন হয়।

- Advertisement -google news follower

শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল স্যামি নামে এক কুকুর। তাকে ৩ ভোটে হারিয়ে দেয় ওই ছাগলটি। নবনির্বাচিত মেয়রের নামটাও বেশ। তার নাম রাখা হয়েছে লিঙ্কন।

২৫০০ লোকের বাস ভারমন্ট শহরে। এতদিন কোনও মেয়র ছিল না সেখানে। টাউন ম্যানেজার হিসাবে একজন ছিলেন। তিনিই এতদিন শহরের দেখভাল করতেন। এবার থেকে আগামী এক বছরের জন্য এই ছাগলের হাতেই ভারমন্ট শহরের উন্নয়নের দায়িত্ব নির্ভর করছে।

জয়নিউজ/বিশু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM