বর্ষা মৌসুমের আগেই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার (১০ মার্চ) রাজধানীর হোটেল রেডিসনে ওমেন সামিট অ্যান্ড এসডিজি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। তবে কিছু উন্নয়ন সংস্থা রোহিঙ্গাদেরকে ভাসানচরে যেতে নিরুত্সাহিত করছে। যেকারণে স্থানান্তর প্রক্রিয়া কিছুটা পিছিয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাষানচরের কাজটা শেষ করতে। বৃষ্টির আগেই যদি এক লাখ যায় তাহলে যারা যাবে তারা শান্তিতে থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাষানচরে তাদেরকে অস্থায়ীভাবে রাখা হচ্ছে। যতদিন এখানে আছে, কিছু কাজকর্ম করুক। আমরা আশা করছি যেকোনো দিনই তাদের স্বদেশে প্রত্যাবর্তন শুরু হয়ে যাবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দলকে সহযোগিতা করবে বাংলাদেশ।