ভারতের নয়াদিল্লির অক্ষরধাম ফ্লাইওভারে মা রঞ্জনা ও নিক্কি ও রিধি নামে তার দুইকন্যা গাড়ি বিস্ফোরণে পুড়ে মারা গেছে।
রোববার (১০ মার্চ) ব্যক্তিগত গাড়িতে করে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকা গাড়িটি বিস্ফোরিত হলে তারা নিহত হন।
ভারতীয় অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে গাড়িতে পরিবারের সঙ্গে অক্ষরধামের একটি মন্দিরে যাচ্ছিলেন তারা।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, গাড়িটিতে থাকা গ্যাসের (সিএনজি) বিস্ফোরণের ফল এ দুর্ঘটনা। নিহত ওই মায়ের নাম রঞ্জনা আর তার দুই মেয়ের একজনের নাম রিধি অপরজন নিক্কি। তবে তার স্বামী ও তৃতীয় কন্যাসন্তান ভাগ্যক্রমে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন।
গাড়িটি চালাচ্ছিলেন ওই নারীর স্বামী উপেন্দ্র মিশ্র। আগুন লাগার পর পাশে বসে থাকা ছোট মেয়েকে নিয়ে গাড়ি থেকে বের হতে সক্ষম হন তিনি। কিন্তু পেছনের সিট থেকে বের হতে না পারা তার স্ত্রী ও দুই কন্যার মরদেহ পরে গাড়ি থেকে উদ্ধার করা হয়।