দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ মঙ্গলবার

দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে আগামীকাল মঙ্গলবার (২১ আগস্ট)।

- Advertisement -

চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল ঈদুল আযহা উদযাপন করবেন।

- Advertisement -google news follower

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, হানাফি মাজহাব মতে বিশ্বের কোথাও চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ দরবারে অনুসারীরা প্রতিবছর ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ সকল ধর্মীয় উৎসব উদযাপন করে। এ হিসেবে কাল মঙ্গলবার দরবারের সাজ্জাদানশীন শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মা.জি.আ.)-এর ইমামতিতে ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সাতকানিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন মাওলানা আবদুল হামিদ শাহ (নুরুল আরেফিন)-এর ইমামতিতে মির্জাখিল দরবার শরিফে সকাল ৯টায় ও সাজ্জাদানশীন মাওলানা মাকসুদুর রহমানের ইমামতিতে সকাল ১০টায় একই দরবারে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফি ও সাতকানিয়া দরবার শরিফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝেরপাড়া, দিঘিরপাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারলা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রূপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গুনামারার মিরিঞ্জিরিতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মাইশামুড়া, খোয়াজপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগর, মনেয়াবাদ গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপন করবে।

এছাড়া সীতাকুন্ড, সন্দ্বীপ, মিরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, মহেশখালী, আলীকদম, নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, কুতুবপুর, ফেনী, কুমিল্লাসহ, নারায়ণগঞ্জে ১টি, বরিশাল সিটি কর্পোরেশনে ৩টি, বাবুগঞ্জে ৪টি, হিজলায় ২টি, মেহেন্দিগঞ্জে ২টি, বন্দর থানা সাহেবের হাটে ২টি, বাকেরগঞ্জে ১টি, ঝালকাঠিতে ১টি, বাউফলে ১০টি, গলাচিপায় ১টি, রাঙ্গাবালীতে ৯টি, কলাপাড়ায় ১১টি ও বরগুনায় ১টি গ্রামে পবিত্র ঈদুল আযহার জামাত আদায়পূর্বক ঈদুল আযহা উদযাপিত হবে বলে দরবার শরিফের খাদেম মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM