উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নড়াইল, রংপুর, চাঁদপুর, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ওই নেতাদের বহিষ্কার করা হয়।
বুধবার (১৩ মার্চ) দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন রংপুর জেলার পীরগাছা উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহ মো. ফরহাদ হোসেন অনু, চাঁদপুরের মহিলা দলের সহসাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, নড়াইল জেলা কমিটির সহসভাপতি অশোক কুমার কুন্ডু, সহসাংগঠনিক সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মৌলভীবাজারের জুরী উপজেলার সদস্য আজিবুন খানম, বড়লেখা উপজেলা মহিলা দলের সদস্য আমেনা বেগম ডলি, বড়লেখা উপজেলার প্রচার সম্পাদক মো. আবদুস কুদ্দুস স্বপন, কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য কামরুন্নাহার লুনা, মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল উপজেলার সহসভাপতি আবুল কাশেম, নিকলী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক রেখা আখতার, ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জের সহসভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা মহিলা দলের সদস্য মোছা. রেশমাতুল আরজ রেখা ও মোছা. শাহনাজ খাতুন।
উল্লেখ, এর আগেও দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় শতাধিক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে দলের তৃণমূল পর্যায়ের ১২১ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি।