৩১ মার্চের মধ্যে ডাকসুতে আবার ভোট চান নূর

আগামী ৩১ মার্চের মধ্যে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর।

- Advertisement -

নির্বাচনের ফল বাতিল করে শনিবারের মধ্যে নতুন তফসিল ঘোষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়ও বেঁধে দিয়েছেন ভোট বর্জন করা প্যানেলগুলোর নেতারা।

- Advertisement -google news follower

অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ডাকসুর নির্বাচিত ভিপি নূরসহ ভোট বর্জন করা পাঁচ প্যানেলের একটি প্রতিনিধি দল ঢাবি উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে পুননির্বাচনের দাবিতে স্মারকলিপি দেয়।

- Advertisement -islamibank

স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসে নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, ‘শনিবারের মধ্যে যদি পুনঃতফসিল ঘোষণা করা না হয়, যারা কারচুপির সঙ্গে জড়িত, তাদের পদত্যাগ না হয়, যত মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার না হয়, আমরা কঠোর আন্দোলনে যাব। যারা ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM