রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনকে (রিহ্যাব) প্রতারণা ঠেকাতে মনিটরিং টিম গঠন করার তাগিদ দিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) নগরের হোটেল রেডিসন ব্লুতে ১২তম রিহ্যাব মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব এর উদ্যোগে এই মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
মানুষ সারাজীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করার স্বপ্ন দেখে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, শুধু রিহ্যাবে স্ট্যান্ডিং কমিটি থাকলে হবে না। মিটিংয়ের নামে সিটিং, মিটিং, ইটিং করলে চলবে না। একইসঙ্গে কঠোরভাবে মনিটরিং করতে হবে। কোনো গ্রাহক যেন প্রতারণার শিকার না হয়, সেদিকে মনিটরিং প্রয়োজন।
স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী এ সময় বলেন, ফ্ল্যাট বেশি বিক্রি করে কম লাভ করেন, তাহলে সাধারণ নাগরিক বেশি সুবিধা পাবে। আবাসন ব্যবসা শক্ত অবস্থানে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আবাসন ব্যবসার শুরুটা ভালো ছিল। মাঝখানে একটু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণে বর্তমানে আবাসন ব্যবসা ভালো চলছে। প্রধানমন্ত্রী অথনীতির গতি ধরে রাখার লক্ষ্যে কাজ করছেন।
অনুষ্ঠানে রিহ্যাব ভাইস-প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী তাঁর বক্তব্যে আবাসন শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, কামাল মাহমুদ, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী, মিডিয়া কমিটির চেয়ারম্যান এএসএম আব্দুল গাফফার মিয়াজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।