মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নগরের তিন প্রতিষ্ঠান ও দুই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জুবলী রোডের রিয়াজদ্দিন বাজার ও জহুর হকার্স মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

- Advertisement -google news follower

মো. উমর ফারুক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী নকল ও মেয়াদোত্তীর্ণ বিদেশি প্রসাধনী বিক্রির দায়ে রিয়াজদ্দিন বাজারের এসএম স্টোর, রাহাত এন্টারপ্রাইজ ও আল মামুন ট্রেডার্স এবং জহুর হকার্স মার্কেটে ভেজাল খাদ্য তৈরি ও মূল্য তালিকা না রাখার কারণে হোটেল শাহ আমানত ও হোটেল তাহেরকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

যেকোন ধরনের অনিয়মের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -islamibank

জয়নিউজ/কাউছার/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM