জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটান ও ডেন্টাল ইনের সমন্বয়ে ওরাল হাইজিন বিষয়ক ক্যাম্প স্মাইলিং ফেস্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) নগরের টাইগারপাস রেলওয়ে কলোনির স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটানের সভাপতি অসীম কুমার দাশ, ডেন্টাল ইনের চিফ কনসাল্টেন্ট ডা. এ কিউ এম মহিউদ্দিন মাসুম, জুনিয়র চেম্বারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভাইস প্রেসিডেন্ট আবু বকর সাহেদ শান, জেনারেল সেক্রেটারি প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, পরিচালক মো. জালাল হোসেন, সদস্য ওমর হাসান, জারগাম মেহেদী ও আয়াজ।
ক্যাম্পে বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও হাইজিন কিট প্রদান করা হয়। স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা প্রদান করে থাকে।