বাড়ল মুরগির দাম

বাড়ল মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে প্রায় ৫০ টাকা বেড়েছে মুরগি

- Advertisement -

শুক্রবার (১৫ মার্চ) নগরীর কাজীর দেউড়ি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। প্রতিকেজি ব্রয়লার মুরগি এখন ১৬০ টাকা, লেয়ার মুরগি ২১০ টাকা, সোনালী মুরগি ২৭০ টাকা, দেশি মুরগি ৪১০ থেকে ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু মুরগি নয়, বাজারে মাছ-সবজির দামও তুলনামূলক বেশি।

- Advertisement -google news follower

সবজি বাজারে গিয়ে দেখা গেছে, বাঁধাকপি প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৬০ টাকা, লাউ ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, লাউ ৫০ টাকা, শালগম ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, মুলা ২৫ টাকা, নতুন আলু ১৫ টাকা, কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি আঁটি লালশাক ১০ টাকা, পালংশাক ১৫ টাকা ও লাউ শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা নুরুল আলম বলেন, বাজারে শীতের সবজি কমে আসছে। বৃষ্টি-শিলাবৃষ্টির কারণে গ্রীষ্মকালীন সবজির প্রভূত ক্ষতি হয়েছে। তাই দাম একটু বাড়তি।
মাছবাজার ঘুরে দেখা গেছে, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ২৮০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৫৫০ টাকা, টেংরা ৫৫০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০ টাকা এবং সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা ৫০০ টাকা, লইট্টা ১৫০ টাকা, কোরাল ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা এবং খাসির মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM