লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘নিরাপদ মানসম্মত পণ্য’।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (১৫ মার্চ) জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর মজুমদার।
বক্তারা নিয়মনীতি মেনে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
পরে এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জয়নিউজ/আতোয়ার/আরসি