দুই সপ্তাহ আগের পোড়া তেল দিয়ে ফুচকার পাপড়ি ভাজার অপরাধে জাকিরের কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মার্চ) দুপুরে হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়নিউজকে জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি কারখানায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশে ফুচকার খামির তৈরি ও পোড়া তেল দিয়ে ফুচকার পাপড়ি ভাজার অপরাধে কারখানা মালিককে এ জরিমানা করা হয়।
কারখানার মালিক বিষয়টি স্বীকার করেছেন। এ সময় কারখানার ২০ লিটার পোড়া তেল নষ্ট করা হয়েছে বলে জানান তিনি।