গণভবনে প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের অনিয়ম তুলে ধরবেন ডাকসু সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি নুর ও আখতার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের কারচুপির বিষয় তুলে ধরবে।
সূত্রমতে, শনিবার (১৬ মার্চ) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে গণভবন থেকে পাঠানো গাড়িতে আলাদাভাবে রওনা হন ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
গণভবনে যাওয়া বিষয়ে সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা অনলাইনে এবং বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের পরামর্শ নিয়েছি। বেশিরভাগই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে পজিটিভ মতামত দিয়েছেন। তাই আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আমরা আলাদাভাবে যাচ্ছি এবং বিভিন্ন হলের স্বতন্ত্ররা আমাদের সাথে যাচ্ছেন, যোগ করেন তিনি।