ডিপিএস সঞ্চয় স্কিমের নামে দিশা মাল্টিপারপাস ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকের ২৭ লাখ ৫৯ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে প্রতারণার স্বীকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ওয়ার্ড মাস্টার কামরুল ইসলাম বলেন, দিশা ফাউন্ডেশন দ্বিগুণ লাভের প্রস্তাব দিয়ে ডিপিএস করার কথা বললে মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করি। আমার ভাই বোন, স্বজনসহ মোট ৪০ জন ডিপিএস করে টাকা জমা করতে থাকে। কিন্তু মেয়াদান্তে দিশা ফাউন্ডেশনের কাছে জমা টাকা চাইলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। ছিনিয়ে নেয় জমা বই। পরবর্তীতে কোনো উপায় না দেখে আমি এবং আমার স্বজনরা কোর্টে গিয়ে মামিলা করি (মামলা নং- ১৯৭/১৮)। মামলা দায়েরের পর আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্র চলছে।
কোর্টের তদন্ত রিপোর্টে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম।