জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (১৭ মার্চ) সকালে ফুলেল এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
মেয়র বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের রূপকার বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় সুখী-সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে যাই।
এসময় চসিক কাউন্সিলর, চসিক কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।