জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, কেককাটা, সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ৯টায় নগরের সার্কিট হাউজ মিলনায়তন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুলের শিশুরা। এসময় শিশুরা মুজিব কোর্ট পরে বঙ্গবন্ধু সেজে অংশ নেয়।
এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন অংশ নেন।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, সিএমপিসহ সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।