চলে গেলেন বাংলা সিনেমার হাসির রাজা চিন্ময় রায় । রোববার (১৭ মার্চ) রাতে কলকাতার সল্টলেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায় জন্ম প্রথিতযশা এই কৌতুক অভিনেতার।
চিন্ময় রায়ের অভিনয়জীবন শুরু হয় কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। পরবর্তী সময়ে তিনি পা রাখেন চলচ্চিত্রে। তাঁর প্রথম ছবি ‘গল্প হলেও সত্যি’। ১৯৬৬ সালে ছবিটি নির্মাণ করেন প্রখ্যাত পরিচালক তপন সিনহা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অসংখ্য ছবিতে অভিনয় করেছেন চিন্ময় রায়। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বসন্ত বিলাপ, চারমূর্তি, মৌচাক, হাটেবাজারে, ঠগিনী, ফুলেশ্বরী, ওগো বধূ সুন্দরী প্রভৃতি । ভারতীয় বাংলা চলচ্চিত্রে সেরা কৌতুক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চিন্ময় রায়।
সোমবার (১৮ মার্চ) চিন্ময় রায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে কলকাতার চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
জয়নিউজ/পলাশ/আরসি