শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক বহনের অভিযোগে জমির উদ্দিন নামের আবুধাবিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় তার জুতার ভেতর থেকে ৫৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জমিরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী যাত্রীদের তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান জয়নিউজকে জানান, আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে। এরপর যাত্রী জমিরের জুতার সোলের ভেতর থেকে সুকৌশলে লুকানো ইয়াবা ও গাঁজা পাওয়া যায়।
৫০ হাজার টাকার বিনিময়ে জমির এ কাজে রাজি হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) সকালে দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এক যাত্রীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।