বিশ্বের ৩৫টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তাদের নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামিট ২০১৯। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডা. মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সামিট হবে।
সামিটের আয়োজক রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ও ফেডারেশন অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের ডেপুটি হেড অব মিশন ছাড়াও দেশি-বিদেশি ডেলিগেটরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সামিটে অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে events.runnerbangladesh.org লিংকে গিয়ে নির্ধারিত ফরম পুরণ করতে বলা হয়েছে।
আয়োজকরা জানান, উচ্চশিক্ষা প্রদানে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। উন্নতমানের শিক্ষাব্যবস্থা এবং কম খরচে পড়াশুনার সুযোগ দিতে সক্ষম দেশের নামি বিশ্ববিদ্যালয়গুলো। যার ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনেক ভিনদেশি শিক্ষার্থী পড়তে আসছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন মতে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে বাংলাদেশে এখন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৩৮ জন।