লক্ষ্মীপুরে ইঞ্জিনচালিত ছয়টি নৌকা, কারেন্ট জাল ও জাটকা ইলিশসহ ২০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ৪ জেলেকে কারাদণ্ড ও ১৬ জেলেকে জরিমানা করা হয়েছে। আটককৃত জেলেরা সদর ও রায়পুর উপজেলার বাসিন্দা।
এর আগে সোমবার রাতে উপজেলার মেঘনা নদীর মজু চৌধুরী হাট ঘাটে আটককৃত ১৮ জেলেকে জেল জরিমানা ও অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রায়পুরের সাজু মোল্লা মাছঘাট এলাকা থেকে ৫ মণ জাটকা ইলিশসহ সালাউদ্দিন ও ফারুককে আটক করা হয়েছে।