বান্দরবানের আলীকদমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ৯ হাজার ১৮১ ভোট পেয়ে ৩য় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জামাল উদ্দিন পেয়েছেন ৮৩২৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ৩য় বারের মত ৭২৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যরী মার্মা পেয়েছেন ৫৪৬৭ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি ১১৮৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৩৩৯ ভোট।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জয়নিউজকে বলেন, জনগণ আমাকে তাদের পবিত্র ভোট দিয়ে ৩য় বারের মত আলীকদম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। আমি আলীকদমবাসীর কাছে কৃতজ্ঞ।