নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের দাফনের কাজ শুরু হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে এ কাজ শুরু হয়। স্বেচ্ছাসেবীরা ক্রাইস্টচার্চে গিয়ে দাফন প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের সহায়তা করছেন।
ইসলামিক রীতি অনুযায়ী মরদেহ যত দ্রুত সম্ভব দাফন করতে হবে। কিন্তু নিহতদের পরিচয় শনাক্তের জন্য দাফন প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হয়।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান অস্ট্রেরিয়ার ব্রেন্টন টারান্ট। এতে দুই মসজিদের হামলায় ৫০ জন নিহত এবং ৪০ জন আহত হন। নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।