প্রধানমন্ত্রীর লিখিত আশ্বাসের দাবি জানিয়ে অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন রাজধানীর শাহবাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রীর প্রতি ৮ দফা দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বুধবার (২০ মার্চ) বিকেলে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হাসান।
শাহরিয়ার হাসান বলেন, আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের ৮ দফা দাবির বিষয়ে লিখিত আশ্বাস না পেলে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় আমরা আবারো কর্মসূচি পালন করবো।
এদিন সকালে আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন ঢাবি শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে বেলা সোয়া ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করেন। পরে বিকেল ৪টার পর শিক্ষার্থীরা চলে গেলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ, মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এরপর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।