চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সঙ্গে সঙ্গে ক্রীড়াঙ্গনেও এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। এতে চট্টগ্রাম বন্দর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ বেরিয়ে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর খন্দকার আক্তার হোসেন, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল তানভীর আহাম্মদ জায়গীরদার, বন্দরের সচিব ও বন্দর ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক এবং প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা ও বন্দর ক্রীড়া সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সুলতান মাহমুদ খান মর্শাল হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন।